নিজের অবস্থান পাকাপাকিভাবে জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা। বাংলার হয়ে আর খেলতে রাজি নন তিনি। ভারতীয় উইকেটরক্ষকের ঘনিষ্ঠ সূত্রে খবর, বাংলার ক্রিকেট সংস্থার কাছে মৌখিক ভাবে ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। রঞ্জির নক আউট পর্বে তাই ঋদ্ধিমানকে বাংলার হয়ে যে খেলতে দেখা যাবে না তা এক প্রকার নিশ্চিত। বাংলার হয়ে আর কোনও দিন ঋদ্ধিকে খেলতে দেখা যাবে কি না সেই নিয়েই শুরু হয়েছে সংশয়। সূত্রের খবর, সিএবির থেকে ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। ভারতীয় দল থেকে বাদ পড়া ঋদ্ধি কি তবে অন্য রাজ্যের হয়ে খেলার কথা ভাবছেন? তা যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনাও।
প্রসঙ্গত, বাংলা দলের অনেকেই চাইছিলেন ঋদ্ধি রঞ্জি ট্রফিতে খেলুন। কিন্তু সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি বাংলা ছাড়তে চান ঋদ্ধি। সোমবার দল নির্বাচনের সময় নাকি মহম্মদ শামির সঙ্গে কথা বললেও বোর্ডের তরফে ঋদ্ধির সঙ্গে কথা না বলেই ২২ জনের দলে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হয়। উল্লেখ্য, রঞ্জির গ্ৰুপ পর্বে ব্যক্তিগত কারণে খেলতে রাজি হননি ঋদ্ধি। এর ফলেই সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। যা নক আউট পর্বের দল ঘোষণার পর আরও ঘনীভূত হয়েছে।