বুধবার সন্ধে ৬ টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য, এদিনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তার পরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিল আদালত।
এই নির্দেশের অর্থ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ এই মুহূর্তের সিঙ্গল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ কোনওরকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি৷ এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা প্রক্রিয়া থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে ডিভিশন বেঞ্চ।
শুধু তাই নয়, বেআইনি নিয়োগের জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার উৎস খুঁজে বের করতে সিঙ্গল বেঞ্চ প্রয়োজনে পদক্ষেপ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ এই নির্দেশের মাধ্যমে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চেরই হাত শক্ত করল বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রত্যেককেই এতদিনের পাওয়া বেতন সরকারকে ফিরিয়ে দিতে হবে৷