অশনির প্রভাব কাটলেও বৃষ্টি থেকে রেহাই নেই সাধারণ মানুষের। তবে এবার কিছুটা সময়ের জন্য বা নিম্নচাপ নয়। দেশে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। পুরোপুরি বর্ষা প্রবেশ করতে পারে বঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
বলা হয়েছে, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও। এছাড়া মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগরের বেশিরভাগ অংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
দেশে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই পরিস্থিতিতে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। ভারতের পূর্ব উপকূলের দ্বীপপুঞ্জে এর প্রভাবে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
একইসঙ্গে দেশের কিছু কিছু রাজ্যে বর্ষার প্রাক মুহূর্তে ফের তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর।
দিল্লী, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই।