এসএসসিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ‘এখন এই বিষয়টি সম্পূর্ণ আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বক্তব্য না জেনে আমি কিছু বলব না। তবে কোথাও ভুল থাকলে সেটা ভুলই। এখন কে মন্ত্রী থাকবে আর কে থাকবে না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীই ঠিক করবেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি আদালতের সঙ্গে কোনও তরজার বিষয় নয়। তদন্তে সত্যি বেরিয়ে আসবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও রকম নেতিবাচক ধারণা করে নেওয়া ঠিক নয়। সব প্রতিষ্ঠানেই ভাল কাজ হচ্ছে। তবে একটা ভুল হলেও সেটা ভুল।’ এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ত্রিপুরা সরকারের সমালোচনা করেন। বলেন, ‘ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষককে পথে বসানো হয়েছে সেটা ওদের সিস্টেমে ভুল। তবে গোটা সিস্টেম ভুল বলাটা ঠিক নয়।’