এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের ঘনিষ্ঠ বন্ধু এস ভাস্কর রামনকে গ্রেফতার করল সিবিআই। ৫০ লক্ষ টাকার বিনিময়ে ২৫০ জন চীনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কার্তির বিরুদ্ধে। মঙ্গলবারই দিল্লী, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই। এরপরই মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় কার্তির বন্ধুর।
প্রসঙ্গত, মঙ্গলবার তামিলনাড়ু ও মুম্বইয়ের তিনটি করে জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, উড়িষ্যার তিনটি স্থানেও চলে তল্লাশি। এরপরই কার্তি খোঁচা মেরে টুইট করেন, ‘আমি গুনতে ভুলে গিয়েছি কতবার তল্লাশি চালানো হচ্ছে। নিশ্চয়ই রেকর্ডে থাকবে।’ মঙ্গলবারের সিবিআই তল্লাশি নিয়ে বিচলিত নন পি চিদম্বরমও। টুইটে তিনি জানিয়েছেন, ‘ওঁরা আমাকে একটি এফআইআর কপি দেখিয়েছে, যাতে অভিযুক্ত হিসাবে আমার নাম নেই। সিবিআইয়ের ওই দলটি তল্লাশি চালিয়ে কিছু পায়নি। ওঁরা কিছু বাজেয়াপ্তও করেনি। তবে, একটা কথা আমি বলতে পারি, তল্লাশি চালানোর সময়টা বেশ তাৎপর্যপূর্ণ।’
