দীর্ঘ জল্পনায় ইতি টেনে সত্যিই কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল। বুধবার সকালেই জানা যায় যে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। টুইটারে তিনি নিজেও ইস্তফার কথা জানান। উল্লেখ্য, সম্প্রতিই হার্দিক নিজের টুইটার বায়ো থেকে কংগ্রেসের নাম মুছে ফেলেছিলেন।
এদিন সকালে দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার কথা জানিয়ে হার্দিক লেখেন, ‘আমি অনেক সাহস জোগাড় করে কংগ্রেস পার্টি ও যাবতীয় পোস্ট থেকে ইস্তফা দিচ্ছি। আমি নিশ্চিত যে আমার সতীর্থ ও গুজরাতের মানুষেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। আমার বিশ্বাস যে আগামীদিনে গুজরাতের মানুষের জন্য ভালভাবে কাজ করতে পারব’।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন গুজরাতের পাতিদার নেতা। কিন্তু দলে তাঁর পদ ও গুরুত্ব নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। দলে তাঁর জায়গা নিয়ে সম্প্রতিই হার্দিক প্যাটেল বলেছিলেন, ‘আমার অবস্থা নতুন বরের মতো, যাকে জোর করে নসবন্দী করানো হয়েছে’।