এবার ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার নির্দেশে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। জাস্টিস তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এসএসসি মামলায় সিবিআই তদন্ত বজায় থাকবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে আইনজীবীরা এই প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বুধবারের পরেই সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে চলেছে। এর মধ্যেই রাজ্য জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যের এক মন্ত্রী এবং অন্যান্যদের হাজিরার নির্দেশ দিয়েছে। সিবিআইকে হেফাজতে নিয়ে তদন্তের সুযোগও দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনা করেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এমনটাই জানা যাচ্ছে। যদিও হাতে শুধু একদিন সময় থাকায় দ্রুততার সঙ্গে কাগজপত্র তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সূত্র।