১৯৯৩ সালের ১২ মার্চ সিরিয়াল বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাণিজ্য নগরী মুম্বই। মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। জখম হন প্রায় ৭০০ জন। সেই ঘটনার মূল মাথা দাউদ ইব্রাহিম এখনও অধরা। তবে সেই ঘটনার ২৯ বছরের মাথায় এবার চার জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা। আমেদাবাদের সর্দারনগর থেকে গত ১২ মে চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আবু বকর, সৈয়দ কুরেশি, মহম্মদ সোহেব কুরেশি এবং ইউসুফ ইসমাইল।
মঙ্গলবার রাতে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার তরফে সাংবাদিক সম্মেলন করে ধৃত চার জনের মুম্বই বিস্ফোরণে যুক্ত থাকার কথা জানানো হয়েছে।
গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখার এডিজি অমিত বিশ্বকর্মা বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে সর্দারনগরে এদের একটি ডেরায় হানা দেওয়া হয়েছিল। জানা গিয়েছিল, এরা জাল পাসপোর্ট দেখিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছে। এরপর তাদের গ্রেফতার করা হয়। গুজরাত পুলিশের দাবি, গত পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে স্পষ্ট, এই চার জন ওতপ্রোত ভাবে মুম্বই বিস্ফোরণে যুক্ত ছিল।
তদন্তকারীদের এও বক্তব্য, এই তিন দশক এরা ছিল পাকিস্তানে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে বড় সময় কাটিয়েছে। শুধু তাই নয়। আইএসআই এদের ট্রেনিং দিয়েছে বলেও জেরায় উঠে এসেছে বলে দাবি।
তদন্তে এও জানা গিয়েছে বলে গুজরাত এটিএস জানিয়েছে, আটের দশক থেকে নয়ের দশকের গোড়া পর্যন্ত এরা সোনা পাচারকারী হিসেবে কাজ করত। তারপর যোগ দেয় দাউদ ইব্রাহিমের ব্রিগেডে। এমনকি বিস্ফোরণের বছর দাউদের নির্দেশে এরা পাকিস্তান গিয়ে অস্ত্র নিয়ে এসেছিল বলেও অভিযোগ।