রীতিমতো দুশ্চিন্তার কবলে পড়লেন বিনিয়োগকারীরা। দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন শেয়ারবাজারে প্রবেশ করেছে। দেশের বৃহত্তম আইপিও, বিএসই এবং এনএসই-তে ৮ থেকে ৯ শতাংশ ছাড়ে তালিকাভুক্ত হয়। প্রথম দিনেই বীমা কোম্পানির শেয়ারের পারফরম্যান্স বিনিয়োগকারীদের হতাশ করেছে। এলআইসি-এর স্টক বিএসই-তে ৮১.৮০ টাকা ছাড়ের পরে ৮৬৭.২০ টাকায় তালিকাভুক্ত হয় (৮.৬২% পতন)। একই সময়ে, এই শেয়ারটি ৭৭ টাকা ছাড়ের পরে ৮৭২ টাকায় এনএসই-তে তালিকাভুক্ত হয়েছে।
প্রসঙ্গত, এই তালিকাভুক্তির পরে, স্টকটির দামে রিকভারি হয় এবং এটি ৯১৮ টাকায় উঠে আসে। বিনিয়োগকারীরা ৯ই মে পর্যন্ত এই স্টকটিতে অর্থ বিনিয়োগ করেন। এরপর ১২ই মে শেয়ার বরাদ্দ করা হয়। এর জন্য শেয়ার প্রতি প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ৯০২-৯৪৯ টাকার মধ্যে। ২০,৫৫৭ কোটি টাকার এই আইপিওর জন্য সরকার দেশীয় বিনিয়োগকারীদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছে। এই শেয়ারের জন্য সরকার শেয়ার প্রতি ৯৪৯ টাকা প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছিল। এলআইসি পলিসিধারক এবং খুচরো বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি যথাক্রমে ৮৮৯ টাকা এবং ৯০৪ টাকা বরাদ্দ করে।
