মঙ্গলবার তিন দিনের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রথমেই মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক সারেন তিনি৷ আর সেখান থেকেই খড়গপুর শহরে বেড়ে চলা চুরি, ছিনতাই নিয়ে রেল শহরের পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশকে তাঁর নির্দেশ প্রয়োজনে রেলেও নাকা চেকিং করতে হবে। জিআরপি-কে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন সব ২০০ টাকায় বন্দুক কিনে নিচ্ছে আর গুলি করে দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর হয়ে যাচ্ছে। ইদানিং এটা একটু বেড়েছে দেখছি।’ এরপরেই পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘বর্ডার এলাকায় এগুলো বেশি হচ্ছে। বিহার-ঝাড়খণ্ডের বর্ডার। ওখানে এসব বন্দুক পাওয়া যায়। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন বিহারে একটা কারখানা ধরেছিলাম।’ তাঁর কড়া নির্দেশ, ‘রেলটা ভাল করে নজর রাখতে হবে। কারণ ট্রেনে করে সব এরা আসে। উপরে পালং শাক, নীচে বন্দুক— কী করে বুঝবে।’ শুধু তাই নয়। গোটা খড়গপুর শহরকেই সিসিটিভিতে মুড়ে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
