কিছুদিন আগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসকে পরামর্শ দিয়েছিলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করা উচিত। কিন্তু রবিবার রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের শেষদিনে সেই পরামর্শ উড়িয়ে দিয়ে রাহুল গান্ধী এই মন্তব্য করেছেন যে, ‘আঞ্চলিক দলগুলির কোনও নীতি বা আদর্শ নেই।’ আর এতেই ক্ষোভে ফুঁসে উঠেছে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি।
এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামলেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। রাহুলের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন তিনি। এক সংবাদ মাধ্যমকে শশী বলেন, ‘আমার ধারণা, রাহুল বলতে চেয়েছেন, আমাদের দলের একটা সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি আছে। আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্যই কথা বলি। কিন্তু আঞ্চলিক দলগুলি তাদের বিশেষ চরিত্রের জন্যই তা পারে না। তারা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে।’ পরে তিনি এ-ও বলেন যে ‘আমি মনে করি, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি এমনকি ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের মতাদর্শের কিছু মিল আছে।’