দেশে নরেন্দ্র মোদীর জমানা চলাকালীন নানান ঐতিহ্যবাহী স্থানগুলির নাম বদলের রমরমা দেখা গিয়েছে। উত্তরপ্রদেশে যা বিশেষভাবে লক্ষ্যণীয়। মোদীর আমলে গয়া স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ। এবার কি লখনউয়ের নামও বদলে গেল? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি টুইট ঘিরে তোলপাড় সারা দেশে।
প্রসঙ্গত, আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সন্ন্যাসী রাজা একটি টুইট করেন। যোগীর টুইট – “শেষাবতার ভগবান শ্রী লক্ষ্মণ জী কী পবন নগরী লখনউমে আপকা হার্দিক স্বাগত হ্যায় (ভগবান শ্রী লক্ষ্মণের শেষাবতার পবন নগরীতে আপনাকে স্বাগত জানাচ্ছি।” মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই টুইট। আর এই টুইট ঘিরে উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয়েছে প্রবল হইচই। প্রধানমন্ত্রীর দেখাদেখি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও লখনউ শহরের নাম বদলে দিলেন? উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।
এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের বেশ কয়েকজন বিজেপি নেতা দীর্ঘদিন ধরেই লখনউয়ের নাম বদলে নতুন নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি, লখনউয়ের বেশ কয়েকটি জায়গা ভগবান শ্রী লক্ষ্মণের নামের সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে। লখনউয়ের একটি শহরের নাম লক্ষ্মণপুরী। অন্য একটি শহরের নাম লক্ষ্মণটিলা। তাই, লখনউ শহরের নাম এবার না বদলালেই নয়। সেই দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে লখনউ লেখার পরিবর্তে লেখেন পবন নগরী। যা ঘিরেই বিতর্কের সূত্রপাত।