মোদী জমানায় ভারতীয় অর্থনীতির রক্তক্ষরণ জারি। এবার চিন্তা বাড়িয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার আমেরিকান ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হল। বৃহস্পতিবার বাজার খুলতেই টাকার দাম পড়ে হয় ৭৭.৫৫ টাকা। আর্থিক বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ শেয়ার বাজারের নিস্তেজ ভাব আমেরিকান বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। তার ফলে টাকার দামে আরও এক বার পতন হয়েছে।
অন্যদিকে, বিদেশি মুদ্রা লেনদেন ব্যবসায়ীরা মনে করছেন, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে যাওয়া প্রভাব ফেলেছে টাকার দামে। সে কারণেই টাকার দাম পড়ছে। এদিন বাজারের শুরুতেই টাকার দাম ৩০ পয়সা কমে হয়েছে ৭৭.৫৫ টাকা। উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম ৫৪ পয়সা কমে হয় ৭৭.৪৪ টাকা।
