বেসরকারি হাসপাতালগুলির স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখানের রোগ সারাতে আগেই মোক্ষম দাওয়াই দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ কার্ড প্রত্যাখ্যান করলে সঙ্গে সঙ্গে এফআইআর করবেন। সেই সঙ্গে কল করবেন হেল্পলাইন নম্বরে।
প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর সুযোগ পান। এদিন মুখ্যমন্ত্রীকে জনৈক ব্যক্তি জানান, ‘স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে সুবিধা হয়েছে গরিব মানুষ। কিন্তু এই কার্ড হাসপাতাল নিচ্ছে না। নার্সিংহোম বলছে, এক মাস পর রিনিউয়াল করতে হবে। তাহলে কি রোগীর অপারেশন হবে না?’
এরপরই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানতে চান, রিনিউয়াল তো করাতে হয় না? জবাব আসে, ‘হ্যাঁ ম্যাডাম।’ তারপর মমতা বলেন, ‘এটা রিনিউয়ালের দরকার নেই। কেউ চিকিৎসা করতে না চাইলে পুলিশকে জানাবেন।’ তাঁর পরামর্শ, ‘সঙ্গে সঙ্গে এফআইআর করবেন। কেন চিকিৎসা করতে চায়নি সেটা ক্রসচেক করবে পুলিশ। কার্ডের পিছনে হেল্পলাইন নম্বর আছে। ওই নম্বরে কমপ্লেন করবেন। লাইসেন্স বাতিল করে দেব।’