আজই দু’দিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ মেদিনীপুরে পৌঁছান তিনি। তারপর শহীদ প্রদ্যোত স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন। আর সেখান থেকেই ফের কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করলেন তিনি। ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে একহাত নিলেন কেন্দ্রকে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘৪ মাস ধরে ১০০ দিনের কাজের লোকেরা টাকা পায়নি। কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেয়নি। তার জেরে গরীব মানুষরা সমস্যায় পড়েছেন। এর জন্য আমি একটি চিঠি লিখেছি। এছাড়া আমি মুখ্য সচিবকে বলব তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হোক। ফলে কেন্দ্র টাকা না দিলেও যাতে ১০০ দিনের কাজের জন্য টাকা দিতে সমস্যা না হয় তার ব্যবস্থা করতে হবে। একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফার্ম তৈরি করে কাজ করতে হবে। কারণ কাজ করার পর কাউকে টাকা দেওয়া হবে না সেটা একেবারেই ঠিক নয়। যখন কেন্দ্র দেবে তখন দেখা যাবে। এটা নিয়ে মুখ্য সচিবকে পরিকল্পনা করতে হবে।’
এরপরই পিডব্লিউডি-র সমালোচনায় সরব হন মমতা। বলেন, ‘প্রকল্প করতে বেশি টাকা চায় পিডব্লিউডি। তাদের দিয়ে সব কাজ করার দরকার নেই। ওরা কেন এত বেশি টাকা চায়?’ এছাড়াও প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। পাশাপাশি ফের রাজ্যপাল জগদীপ ধনকরকে ‘লাটসাহেব’ বলে কটাক্ষ করেন। বলেন, ‘মেদিনীপুর কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউনিটারি স্ট্যাটাস দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ওই কলেজকে সেই স্ট্যাটাস দেওয়া হবে।’ এ প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যপালের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘বিধানসভায় বিল পাশের পর তা আবার লাটসাহেবের কাছে পাঠাতে হবে। তিনি সই করলে তারপরে হবে।’