তিন দিনের সফরে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, মঙ্গলবার প্রথমেই মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক সারেন তিনি৷ আর সেখানেই বিভিন্ন থানার আইসি-দের থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেওয়ার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের বঙ্গ সফর নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বললেন মমতা। উল্লেখ্য, আজ সন্ধ্যাতেই মেদিনীপুরের কেশিয়াড়িতে আসছেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ তাঁর সেই কর্মসূচীর উপরেই কড়া নজর রাখার নির্দেশ দিলেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এক এক করে বিভিন্ন থানার আইসিদের দাঁড় করিয়ে প্রশ্ন করছিলেন। তাঁদের এলাকায় কী কী সমস্যা তা জানতে চাইছিলেন মমতা। এই করতে করতেই কেশিয়াড়ির আইসিকে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৭-২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো। কী করতে আসছেন? নজর রাখবেন যেন দাঙ্গাটাঙ্গা না করে।’ এরপরেই মমতা বলেন, ‘একটু ফল-মিষ্টিও পাঠিয়ে দেবেন। যাতে মনে না হয় আমরা অতিথিদের আপ্যায়ণ করি না!’ সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বেশি বাড়াবাড়ি করতে যাবেন না!’
