২০১৯-এর ৩১ আগস্টের কথা আজও ভুলতে পারেননি বউবাজারের বাসিন্দা থেকে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের কর্মীরা। ওই দিনই বউবাজারের ভূগর্ভে টানেল বোয়িং মেশিন সুড়ঙ্গ কাটার সময় মাটির ২২ মিটার গভীরে জমে থাকা জলস্তর ভেঙে পড়ে।
বিস্তীর্ণ অঞ্চলের মাটি বসে গিয়ে দুর্গা পিথুরি লেন ও স্যাকরাপাড়া লেনের ৭৪টি বাড়ি হয় ধসে পড়ে অথবা বড় রকম ক্ষতিগ্রস্ত হয়। আড়াই বছর পর ফের একবার মেট্রোর কাজ চলাকালীন বউবাজার এলাকার কম বেশি একাধিক বাড়িতে ফাটল ধরেছে। আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে বিপর্যয়।
মেট্রো রেলের প্রকল্পের কাজের জেরে বউবাজারে ফাটল ধরায় বিপাকে পড়েছেন সেখানকার মানুষ। বউবাজারে চলছে বাড়ি ভাঙার কাজ। এর মাঝে এবার নির্মাণ কাজের জন্য বাড়িতে ফাটল ধরার ঘটনা সামনে এলো রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। একাধিক বাড়িতে ফাটল ধরার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান।
অন্যদিকে বাড়িতে ফাটলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ওই অঞ্চলের বাসিন্দা এক স্থানীয় জানান, যে মেশিনটি চলছে তার কম্পনের ফলে তাদের বাড়িঘর কাঁপছে। এর ফলে ফাটল ধরছে, ভেঙে পড়ছে বাড়ি। খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা। পুরসভাকে জানানোর পরও মেশিন চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
দক্ষিণ ২৪ পরগণনা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার চৌহাটি এলাকায় স্কুলে এবং বাড়িতে ফাটল ধরার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ২৪ নম্বর ওয়ার্ডে একটি স্কুল এবং তার আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল ধরে।
ওই অঞ্চলে বহুতল নির্মাণের জন্য এই ফাটল ধরছে বলে স্থানীয়দের অভিযোগ। বহুতল নির্মাণের জন্য বড় মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে, আর তার জেরে ধরেছে ফাটল, এমনই অভিযোগ তাঁদের। ইতিমধ্যেই বাড়িতে ফাটল ধরার ঘটনা নিয়ে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভায়।