অশনির রেশ কেটেছে। কিন্তু তাতেও শান্তি নেই। বৃষ্টির চোখ রাঙানি বাড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। মনে করা হয়েছিল যে অশনির জেরেই হয়ত বাংলায় এগিয়ে আসবে বর্ষা।
তাই ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। এদিকে, আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার বাড়বাড়ন্তও রয়েছে।
একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভিজতে পারে সবকটি জেলা। গত সপ্তাহ থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। তবে কি সময়ের আগেই বাংলায় প্রবেশ করবে বর্ষা।
সে বিষয়ে যদিও এখনও সদুত্তর মেলেনি৷ কেরলে বর্ষা ঢুকছে চলতি মাসের ২৭ তারিখ। স্বাভাবিক নিয়েমে বর্ষা আসের চার দিন আগে প্রবেশ ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে ২০০৯ সালের পর এত আগে এমনটা ঘটেনি বলা যায়।
অন্যদিকে, উত্তরবঙ্গে যদিও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে।