পাট শিল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ জারি রেখেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। সরাসরি এ কথাও বলেছেন যে, বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই কাজের নয়।
এই আবহেই সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কী নিয়ে তাঁদের মধ্যে বৈঠক হবে, তা নিয়ে মুখ খোলেননি তিনি। তবে যাওয়ার আগে বিমানবন্দরে ফের একবার বলে গেলেন, ‘সিস্টেমে কিছু ভুল আছে।’ দলের কোনও লোক ভুল করলে তিনি মুখ খুলবেন, এ কথাও স্পষ্টভাবে জানিয়েছেন অর্জুন। এদিন দিল্লী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের সর্বভারতীয় সভাপতি বৈঠকে কী বলবেন, সে ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি। তাঁর দাবি, আমি দলের বিরুদ্ধে কোনও কথা বলি না। সিস্টেমে কিছু ভুল আছে বলেই মুখ খুলেছেন তিনি। দলের কোনও সদস্য হোক বা কোনও আমলা, যে কেউ ভুল করলে ভবিষ্যতেও মুখ খুলবেন বলে জানিয়েছেন অর্জুন।