রবিবার ছিল কংগ্রেসের চিন্তন শিবিরের শেষ দিন। দলের একাধিক সিদ্ধান্ত, আগাম পরিকল্পনা ও কর্মসূচীর ঘোষণা করা হয়েছে এই শিবিরে। শুধু তাই নয়। সাধারণ মানুষের সঙ্গে দলের জনসংযোগ বাড়াতে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি যে ভারত জোড়ো যাত্রার ঘোষণা করেছে কংগ্রেস, তাতে সকল কর্মীকেই যোগদান করতে হবে বলে নির্দেশ দিয়েছেন দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী।
দলের প্রবীণ সদস্য যারা, তাঁদের দিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোনিয়া। তাঁর বার্তা, কোনও অজুহাত শোনা হবে না, হাঁটতে হবে প্রবীণদেরও। ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেত্রী বলেন, ‘এই পদযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমার মতো প্রবীণ সদস্যদের কোনও উপায় খুঁজে বের করতে হবে যাতে আমাদের দম ফুরিয়ে না যায়।’ দলনেত্রীর এই কথা শুনে শিবিরে উপস্থিত দলীয় কর্মীরা হাসিতে ফেটে পড়েন।