আর অনলাইন নয়। অফলাইনেই নেওয়া হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন উপাচার্য। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দিলেন উপাচার্য। অন্যদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ অনলাইনে হবে বলে জানা গিয়েছে। কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দু’বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অনলাইন না অফলাইন, কী ভাবে নেওয়া হবে পরীক্ষা সেই ভার রাজ্য সরকার ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির ওপর। এবার সেই প্রেক্ষিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে সশরীরে এসে পরীক্ষা দিতে হবে।
এদিন পরীক্ষা-পদ্ধতি নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বৈঠক করেন। সেই বৈঠকে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার পরীক্ষাও অফলাইনে নেওয়া হবে বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে। তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। সেইদিন বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির জেরে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও শাসকদলের অধ্যাপক সংগঠনের মত অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রচলিত স্রোতের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নিল আরবিইউ কর্তৃপক্ষ।