এমসিএলআর বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিভিন্ন মেয়াদের ঋণের ক্ষেত্রে এমসিএলআর ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যে হার রবিবার অর্থাৎ গতকাল ১৫ই মে থেকে কার্যকর হয়েছে। তার ফলে বাড়তে চলেছে ইএমআইয়ের খরচ। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে দু’বার সুদের হার এক শতাংশ করে মোট দু শতাংশ বৃদ্ধি পেল।
অন্যদিকে রেপোরেট বাড়াতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং ব্যাঙ্কের অন্যান্য শীর্ষকর্তারা বৈঠকে বসেন।
চলতি মাসেই তারা এই ব্যাপারে ঘোষণা করতে পারে। বৈঠকে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচোনা হয়। আরবিআই মনে করছে, মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে যুঝতে গেলে রেপো রেট এবং রিজার্ভ রেপোরেট বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রেপোরেট এবং রিজার্ভ রেপোরেট কম করেও ৪০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে আরবিআই। আর্থিক বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্কের দেখাদেখি এবার অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কও সুদের হার বৃদ্ধি করবে।