এবার বিতর্কের কেন্দ্রে বিহারের বিজেপি জোট সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন জনতা দল (ইউ) নেতা। মহিলাকে লক্ষ্য করে বাতাসে ভাসিয়ে দিচ্ছেন চুম্বন, একবার নয়, একাধিকবার। নাচ দেখতে উপস্থিত বাকিদের হাততালিতে জলসা জমজমাট। ভিডিওটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চোখে পড়েছে। সঙ্গে সঙ্গে ওই নেতাকে ফোন করে কড়া ধমক দেন তিনি।
উল্লেখ্য, মহিলার সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে বিধায়ক গোপাল মণ্ডলকে। তিনি ভাগলপুরের বিধায়ক। সেখানকার ফতেহপুর গ্রামে একটি বিয়েবাড়িতে তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন। বিয়ে উপলক্ষ্যে সেখানে নাচ-গানের আসর বসে। বিধায়ক সেখান পৌঁছে দেখেন বিয়ের আসর জমজমাট। আর নিজেকে সামলে রাখতে পারেননি। সটান মঞ্চে উঠে তিনি নাচতে শুরু করেন। মহিলার সঙ্গে বিধায়কের নাচের মুহূর্ত আমন্ত্রিত অন্যান্য অতিথিরা মোবাইলে রেকর্ডিং করেন। তাদের মধ্যে কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। সেই ভিডিয়ো চোখে পড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সঙ্গে সঙ্গে তিনি ওই বিধায়ককে ফোন করে কড়া ধকম দেন। পাশাপাশি এটাও জানিয়ে দেন, আগামীদিনে তিনি যেন আর এই ধরনের আচরণ না করেন।