কয়েকদিন আগেই উষ্ণ আবহাওয়ার কারণে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রতিটি স্কুলে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। আর এই সময়ে হঠাৎ করে এক হাজারেরও বেশি শিক্ষক বদলির নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ।
উল্লেখ্য, শিক্ষক-শিক্ষিকাদের কথা ভেবে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছিল আগেই। এবার আবেদনে সাড়া দিয়ে এই শিক্ষক বদলির নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।এই তালিকায় এক হাজারেরও বেশি স্কুল শিক্ষকদের নাম রয়েছে। পাঁচ দিনের মধ্যে স্কুল ছাড়তে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদ এর তরফ থেকে। পর্ষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ৫ দিনের (সরকারি ছুটি ব্যতীত কর্মদিবসে) মধ্যে আবেদনকারীকে স্কুল ছাড়তে হবে আর তারপরের ৩ দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে।