দিল্লীর আতঙ্ক কাটতে না কাটতেই অমৃতসরের গুরুনানক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। স্পষ্ট করে ভেতরের পরিস্থিতি দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর নিরন্তর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, এখনও আয়ত্তে আসেনি পরিস্থিতি। হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে কোনও স্পষ্ট আপডেট সামনে আসেনি।
অমৃতসরের গুরুনানক হাসপাতালে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। দাউ দাউ করে জ্বলছে হাসপাতালের দুতলার একটি রুম। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। হাসপাতালের ভেতরের পরিস্থিতি এখনও জানা সম্ভব হয়নি। তবে হাসপাতালের রোগীদের অনেকেই আটকে পড়েছেন হাসপাতালে বলে জানা গিয়েছে।
