বিরোধীদের উদ্দেশে বেফাঁস বা বিতর্কিত মন্তব্য করাই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম রয়েছে দিলীপ ঘোষের। বুধবার বাঁকুড়ায় ফের বেফাঁস মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। দলীয় কর্মীদের তিনি তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রোল’ দিয়ে ‘মজা’ দেখার নিদান দেন। তাঁর সেই নিদান বুমেরাং হয়ে ফিরে আসবে বলে এবার দাবি করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির। শুক্রবার ওন্দা ব্লক তৃণমূলের ডাকে পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মিছিলে সামিল হন জোৎস্না মাণ্ডি৷ সেখানেই তিনি বলেন, ‘রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। তবে দিলীপ ঘোষের বক্তব্যের আমি তীব্র নিন্দা করি।
পেট্রোল দেওয়ার নিদান বুমেরাং হয়ে ফিরে আসবে৷ শুধু সময়ের অপেক্ষা৷’ উল্লেখ্য, গতকাল ওন্দা ব্লক তৃণমূলের কর্মীরা কাঁধে গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিলে অংশ নেন। জোৎস্না ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, ওন্দা ব্লক তৃণমূল সভাপতি অশোক চট্টোপাধ্যায় প্রমুখ।