কোনও নেতার পঁচাত্তর বছর বয়স হলেই তাঁকে যেতে হবে রাজনৈতিক বাণপ্রস্থে। যার একটি গালভারি নামও রয়েছে— মার্গদর্শক মণ্ডলী। ক্ষমতায় আসার পরেই বিজেপিতে এই নীতি চালু করেছিলেন নরেন্দ্র মোদী। যাতে জায়গা হয়েছিল লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশীর মতো প্রবীণ নেতাদের। আগামী লোকসভা নির্বাচনের সময়ে মোদীর বয়স হবে চুয়াত্তর। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে জিতে এলে তিনি প্রধানমন্ত্রী থাকতে চান, এমন ইঙ্গিত বৃহস্পতিবার দিয়েছেন মোদী নিজেই।
তিনি বলেন, ‘সম্প্রতি একটি বিরোধী দলের এক জন বড় নেতার সঙ্গে দেখা হয়েছিল। উনি বললেন, মোদীজি, এই দেশের মানুষ আপনাকে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। আর কী চান?’ এর পরেই মোদী বলেন, ‘ওঁর মতে, কেউ দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেই তো সব কিছু পাওয়া হয়ে গেল। কিন্তু মোদী অন্য ধাতু দিয়ে তৈরি। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নয়। আমার স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ১০০ শতাংশ সফল করে তোলা।’
সেই বড় বিরোধী নেতার নাম তিনি প্রকাশ্যে আনেননি। তবে অনেকেরই ধারণা তিনি এনসিপি প্রধান শরদ পাওয়ার। তবে কে মোদীকে এই কথা বলেছিলেন, তার থেকেও বড় জল্পনার বিষয়, তাঁর ভবিষ্যতে বিশ্রাম নিতে না চাওয়ার বার্তা। মোদী চান, পরের ভোটে জিতলে তিনিই ফের প্রধানমন্ত্রী থাকুন। কিন্তু বিজেপির একটা ছোট অংশ মনে করে, রাষ্ট্রপতির মতো পদে যাওয়া উচিত মোদীর। তবে সূত্রের মতে, আলঙ্কারিক কোনও পদ মোদী চাইবেন না। বরং চাইবেন তিন দফার প্রধানমন্ত্রিত্ব সম্পূর্ণ করে নেহেরুর সঙ্গে একাসনে বসতে।