গতকাল, ১২ মে ছিল আন্তর্জাতিক নার্স দিবস। আর এই দিনটিকে মাথায় রেখেই বিশেষ ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে স্বাস্থ্যে নিয়োগে গতি আনতে তৎপর রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সূত্রের খবর, আগামী ২০ মে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে প্রায় ৯ হাজার শূন্যপদে নিয়োগ তালিকায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।
প্রসঙ্গত, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠকে জানিয়েছিলেন, রাজ্যে যে সমস্ত ক্ষেত্রে নিয়োগ আটকে রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে দিল রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। জানা গিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে ১৬০০, সায়েন্টিফিক অফিসার পদে ১০০, জিএনএম নার্সিং গ্রেড টু পদে ৫৬৩৪, জিএনএম বিএসসি নার্সিংয়ে ১৭৫৪ পদে নিয়োগ হবে।
