২০১৯-এর লোকসভা ভোটের পর থেকেই বিজেপির বিরুদ্ধে একটি কথাও শোনা যায়নি তাঁর মুখে। বরং উত্তরপ্রদেশ ভোটের আগে যতটা পেরেছেন আক্রমণ করেছেন কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে। তবে দীর্ঘদিন পরে এবার ফের উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে দেখা গেল বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতীকে।
সেই সঙ্গে এসপি বিধায়ক আজম খানের পাশে দাঁড়ালেন তিনি। টুইটে বিএসপি নেত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দরিদ্র, দলিত, আদিবাসী এবং মুসলিমদের উপরে অত্যাচার চলছে। মানুষকে হয়রান করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। গোটা বিষয়টি দুঃখজনক।’ মায়াবতীর বক্তব্য, ‘প্রায় আড়াই বছর ধরে প্রবীণ বিধায়ক আজম খানকে বন্দি করে রাখা হয়েছে। এটা ন্যায়বিচারকে হত্যা করা ছাড়া আর কী! দেশের অনেক রাজ্যে অভিবাসী এবং শ্রমজীবী মানুষেরা সন্ত্রাসের শিকার হচ্ছেন।’
