চলতি ইতালীয় ওপেনে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পোঁছলেন সানিয়া মির্জা এবং লুসি রাদেকা। বৃহস্পতিবার তাঁদের ম্যাচ ছিল এলিনা রিবাকিনা এবং লুডমিলা সামসোনোভার বিপক্ষে। কিন্তু বিপক্ষ জুটি চোটের কারণে ম্যাচ ছেড়ে দেওয়ায় সানিয়ারা ওয়াকওভার পেয়ে যান। কোয়ার্টার ফাইনালে সানিয়া এবং রাদেকা জুটির প্রতিপক্ষ আন্দ্রেয়া ক্লেপাচ এবং অ্যালেক্সা গুয়ারাচির জুটি।
প্রসঙ্গত, ইতালীয় ওপেনের প্রথম রাউন্ডে সানিয়া-রাদেকা জুটি জিতেছিলেন এরিন রাউটলিফ এবং অ্যালিসা রোসোলস্কা জুটির বিরুদ্ধে। ম্যাচের ফল ছিল সানিয়াদের পক্ষে ৬-১, ৬-২। বিপক্ষ না খেলায় প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সানিয়ারা। গত মঙ্গলবারই সানিয়া জানিয়েছিলেন যে, ইউএস ওপেনের পরেই অবসর নেবেন। ইতালীয় ওপেনকে আপাতত ফরাসি ওপেনের প্রস্তুতি হিসেবেই দেখছেন তিনি। নতুন করে চোট পেলে অবশ্য ইউএস ওপেনের আগেই সরে দাঁড়াবেন সানিয়া।