ইতালীয় ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। স্ট্যান ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-২ ফলে হারালেন তিনি। সোমবার দানিল মেদভেদেভের এক নম্বরে ওঠা আটকাতে সার্বিয়ার তারকাকে আরও একটি ম্যাচ জিততে হবে। তবে শেষ ষোলোর লড়াইয়ে ছিটকে গিয়েছেন রাফায়েল নাদাল। কানাডার তারকা ডেনিস শাপোভালভের কাছে নাদাল তিন সেট লড়াই করে হারেন। ফল ৬-১, ৫-৭, ২-৬। ফরাসি ওপেনের আগে যা নিশ্চিত ভাবে বড় ধাক্কা স্প্যানিশ তারকার জন্য।
উল্লেখ্য, এদিন জয়ের পরে জোকোভিচ ও ওয়ারিঙ্কার মুখোমুখি জয়-হারের পরিসংখ্যান দাঁড়াল ২০-৬। “স্ট্যান দুটো কঠিন ম্যাচ জিতেছে আগে। দেখে দারুণ লাগছে। তবে এই ম্যাচে শুরু থেকে আমি যে রকম খেলেছি, তাতে সন্তুষ্ট,” জয়ের পরে বলেন জোকোভিচ। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন আলেকজ়ান্ডার জেরেভ এবং স্টেফানোস চিচিপাসও। এ দিকে, ইতালীয় ওপেনে ইগা শিয়নটেক স্ট্রেট গেমে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে শেষ আটে উঠেছেন।