কেন্দ্রীয় সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরে এক পণ্ডিত খুন হতে এমনই অভিযোগ তুলে পথে নামলেন ওই সম্প্রদায়ের এক বড় সংখ্যক মানুষ। ৩৬ বছর বয়সী ওই সরকারি কর্মচারীকে খুনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় উপত্যকা জুড়ে। অনেকে রাস্তা অবরোধ করেন। নানা জায়গায় মোমবাতি মিছিলও দেখা যায়। বিক্ষোভে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার বিরুদ্ধেও স্লোগান ওঠে। কাশ্মীরি পণ্ডিতদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
২০১০ সালে কাশ্মীরি পণ্ডিতদের জন্য বিশেষ এমপ্লয়মেন্ট প্যাকেজ চালু হয়। সেই প্যাকেজে চাকরি পান প্রায় ৪ হাজার জন। বর্তমানে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় কাশ্মীরি পণ্ডিতদের জন্য ট্রানজিট ক্যাম্প করা হয়েছে। বৃহস্পতিবার বাদগাম জেলার চাদোরা গ্রামে তহশিলদারের অফিসে হানা দেয় জঙ্গিরা। রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানেই মারা যান। তহশিলদারের অফিসে ১০ বছর চাকরি করেছেন রাহুল। তাঁর শেষকৃত্যের জন্য দেহটি জম্মুতে আনা হয়েছে। গত ছয় মাসে এই নিয়ে তিনজন কাশ্মীরি পণ্ডিত খুন হলেন। আহত হয়েছেন আরও দু’জন।