মসজিদের মিনারে টাঙিয়ে দেওয়া হল গেরুয়া পতাকা। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত কর্ণাটকের বেলগাভি জেলায়। এদিন ভোরের দিকে কিছু দুষ্কৃতীকে মসজিদের চুড়োয় উঠে গেরুয়া পতাকা টাঙিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে কর্ণাটকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রামনবমী এবং হনুমানজয়ন্তীর উৎসব ঘিরে বেশ কয়েকটি রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই রেশ কাটার আগেই মসজিদে গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনা ঘটল কর্নাটকে।
পুলিশ জানিয়েছে, ভোরের দিকে কিছু দুষ্কৃতী বেলগাভি জেলার মুদালাগী তালুকের সাতটিগেরি মাড্ডি মসজিদের মিনারে উঠে গেরুয়া পতাকা টাঙিয়ে দেয়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে বৈঠক করে গেরুয়া পতাকা সরিয়ে দেয়।
যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সব স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা আরও বেড়ে যায়। দিল্লী, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে এর আগে রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।