আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যেহেতু এই শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি রয়েছে ব্যাঙ্কের। তাছাড়াও তারপরের দিন রবিবার সাপ্তাহিক ছুটি। আর সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি রয়েছে ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, যদিওবা এই মাসে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি গুলি। এর মধ্যে ১ মে (রবিবার), ২ মে (ইদ-উল-ফিতর), ৩ মে (ভগবান পরশুরাম জয়ন্তী/রমজান-ইদ/ অক্ষয় তৃতীয়া ) ৮ মে রবিবার ও ৯ মে রবীন্দ্র জয়ন্তী ৷ এখন রবিবার নিয়ে মোট আরও ৬দিন ছুটি রয়েছে ৷ ১৪ থেকে ১৬ মে ব্যাঙ্ক ছুটির পর আবার ২২ মে রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এরপর ২৮ চতুর্থ শনিবার এবং ২৯ রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
যদিও এখন ব্যাঙ্কের অনেক কাজই ডিজিটাল উপায় সম্পন্ন হয়ে যায়। তবে অনেকেই ডিজিটাল পথ এড়িয়ে ব্যাঙ্কে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু দরকারি কাজ ব্যাঙ্কে গিয়ে করতে হয়। সেই কারণেই আগেভাগে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিয়ে আপনি খুব সহজেই নিজেদের দরকারি কাজ গুলি মিটিয়ে নিতে পারবেন।