দেখতে দেখতেই কেটে গেল ১১ বছর। ফিরে যাওয়া যাক ২০১১-য়। সে বছরের ১৩ই মে, দীর্ঘ ৩৪ বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যূত করে প্রথমবার সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১৩ই মে, ২০২২। মমতার সরকারের ১১ বছর পূর্ণ হল। এদিন সোশ্যাল মিডিয়ায় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। টুইট করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। টুইটে তিনি লেখেন, “আজ, ঐতিহাসিক ১৩ই মে। ২০১১ সালে আজকের দিনে ৩৪ বছরের বাম আমলের অন্ধকারময় দিক থেকে সরে গিয়ে বাংলা এক আলোর দিশা খুঁজে পেয়েছিল। আজকের দিনেই ৩৪ বছরের বামদূর্গ ভেঙে মমতা ব্যানার্জি-র নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয় বাংলায়। ১১ বছর পূর্ণ হল। অভিনন্দন!”
বিগত ২০১১ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং এসইউসিআই (সি)-এর সঙ্গে জোট বেঁধে ২৯৪ টি আসনের মধ্যে ২২৭ টি আসনে জয়লাভ করেন। তৃণমূল একাই জয়ী হয় ১৮৪ টি আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইসময় সাংসদ থাকায় নির্বাচনে লড়াই করেননি। তবে পরবর্তীতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসেন তিনি। উল্লেখ্য, ২০০৬ সালের ডিসেম্বর মাসে হলদিয়া ডেভলপমেন্ট অথ্যারিটি নোটিশ দিয়ে জানায়, কেমিক্যাল প্ল্যান্ট তৈরি করতে নন্দীগ্রামের একটি বড় অংশ সিজ করা হবে। যার ফলে ৭০ হাজার বাসিন্দা তাঁদের বাসস্থান হারাবে। এখান থেকেই শুরু হয় তৃণমূলের উত্থান। রাজনীতির দুনিয়ায় নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে বাংলার শাসক দল।
