অন্ধ্রের শ্রীকাকুলাম জেলা লাগোয়া সমুদ্রে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। ‘অশনি’র তোড়ে অজানা দেশ থেকে ভেসে এল ‘সোনার’ রথ। মঙ্গলবার রাতে হঠাৎই দিকবদল করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর পূর্বের বদলে আরও পশ্চিমে বেঁকে তা ধেয়ে গেছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। বুধবার সকাল থেকেই বিশাখাপত্তনম ও সংলগ্ন উপকূলে জারি রয়েছে রেড অ্যালার্ট। কিন্তু এরই মাঝে অন্ধ্রের শ্রীকাকুলাম জেলা লাগোয়া সমুদ্রে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। ‘অশনি’র তোড়ে অজানা দেশ থেকে ভেসে এল ‘সোনার’ রথ।
কোথা থেকে এমন রথ এল, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এই রথ ভেসে এসেছে ভিনদেশ থেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য কোনও দেশ থেকে জলের তোড়ে এটি অন্ধ্র উপকূলে এসে পড়েছে বলে মনে করা হচ্ছে। রথটিকে নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে চারদিকে। স্থানীয় পুলিশের তরফে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টকে পুরো বিষয়টি অবগত করা হয়েছে।
জানা গেছে এদিন সকালে হঠাৎই শ্রীকাকুলাম সংলগ্ন সুন্নাপল্লী সমুদ্রে ভেসে আসতে দেখা যায় সোনালি রঙের এক বিশাল রথ। ‘অশনি’র জেরে এমনিতেই সমুদ্র উত্তাল। ভারী বৃষ্টিও শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায়। তার মাঝেই এমন রহস্যময় দৃশ্য দেখে হইচই শুরু হয়ে যায়। রথটি পাড়ের কাছাকাছি এলে স্থানীয়রা ছুটে যান। অনেকে মিলে ধরাধরি করে রথটিকে টেনে নিয়ে আসেন।