সদ্যই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু বিধায়ক হিসেবে তাঁর শপথগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। চাপিয়েছিলেন শর্ত। তবে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবার জট কাটল বাবুলের শপথ গ্রহণের। আজ, বুধবার দুপুর সাড়ে ১২ টায় বিধানসভার নৌশাদআলি কক্ষে বালিগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এপ্রিল মাসের ১২ তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ নির্বাচন এবং ১৬ এপ্রিল ফল ঘোষণা হয়। তারপর থেকে মঙ্গলবার পর্যন্ত ধনকরের ভূমিকার জন্যই বালিগঞ্জের নির্বাচক মণ্ডলী বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে তৃণমূলের অভিযোগ। কারণ, প্রথম দফায় রাজ্যপাল শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চান। রাজ্যপালের এমন ভূমিকার কড়া নিন্দা করেন বিধানসভার স্পিকার। রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর বিষয়টি নিয়ে আপত্তি করায় শেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ানোর দায়িত্ব দেন রাজ্যপাল।
তৃণমূলের অভিযোগ, ‘উচিৎ কথা বলা’ স্পিকারের উপর রাগ দেখিয়ে ধনকর ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আশিসবাবু তাঁর এই ফাঁদে পা না দিয়ে সটান রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দেন। তারপর থেকে প্রায় এক সপ্তাহ হল রাজভবন বাবুলের শপথ গ্রহণ নিয়ে নিশ্চুপ ছিল। কিন্তু মঙ্গলবার ডেপুটি স্পিকারকেই শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করেন স্বয়ং স্পিকার। এ নিয়ে বিমান বলেন, ‘বালিগঞ্জ কেন্দ্রে ভোটাররা বিধায়ককে নির্বাচিত করেও তার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তাই আমি ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছি বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানোর জন্য।’