যাবতীয় জটিলতা কাটিয়ে অবশেষে বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়৷ এদিন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বাবুলকে শপথ বাক্য পাঠ করান৷ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বাবুল জানিয়েছেন, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বিধায়ক তহবিলে যে টাকা পড়ে রয়েছে, তা কাজে লাগিয়েই বালিগঞ্জের জন্য কাজ শুরু করবেন তিনি৷
এ দিন বেলা সাড়ে বারোটায় শুরু হয় বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ৷ মাত্র ২৭ সেকেন্ডেই শপথবাক্য পাঠ শেষ করেন বাবুল৷ শপথ নিয়ে বালিগঞ্জের বিধায়ক বলেন, ‘আমার ট্রেনের টিকিট কনফার্ম ছিল। কোথায় যাব সেটাও ঠিক ছিল। মাঝে শুধু একটু ঝালমুড়ি খেতে দেরি হল।’
গত ১৬ এপ্রিল বালিগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ এর পর বাবুলের শপথগ্রহণের জন্য ফাইল পাঠানো হলেও কিছু তথ্য চেয়ে তা ফেরত পাঠান রাজ্যপাল৷ পরে দ্বিতীয়বার পরিষদীয় দফতর থেকে ফাইল পাঠানো হলে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দেন৷ কিন্তু স্পিকারের অসম্মান হবে, এই যুক্তি দেখিয়ে শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়৷
শেষ পর্যন্ত আশিস বন্দ্যোপাধ্যায় রাজি হওয়ায় বাবুল সুপ্রিয়র বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা দূর হয়৷ এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়র, তাপস রায়রা৷জটিলতা তৈরি হলেও শপথ গ্রহণের পর রাজ্যপাল জগদীপ ধনখড়কে ধন্যবাদ জানিয়েছেন বাবুল৷