বিরোধীদের উদ্দেশে বেফাঁস বা বিতর্কিত মন্তব্য করাই হোক বা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একদম ওপরের দিকেই নাম রয়েছে দিলীপ ঘোষের। এবার ফের বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। বুধবার বাঁকুড়ায় ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করেন দিলীপ। আর তার পরই শহরের মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে ভাষণ দিতে গিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করে কর্মীদের জন্য অদ্ভুত নিদান দিলেন তিনি। তাঁর দাবি, পেট্রোলের দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। কারণ, মানুষ তো পেট্রোল খায় না। কিন্তু মানুষ যে আলু খায় তার দাম এখন আকাশছোঁয়া। তাই তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রোল’ দিয়ে ‘মজা’ দেখতে বললেন দিলীপ।
বিজেপি সাংসদের দাবি, ‘আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম এসে দাঁড়িয়েছে, কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না! আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রোল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা।’ এর পরই দিলীপের যুক্তি, ‘পেট্রোল তো কেউ খায়না। আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রোল দিয়ে দিতাম। এখন তৃণমূলের নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রোল দিয়ে দিন। কেমন দৌড় দেবে দেখুন। তার পর তাঁদের জিজ্ঞাসা করুন, কেমন মজা?’ দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, ‘বিজেপি নেতাদের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। একের পর এক ভোটের ফলাফল সে কথাই বলে।’ এই মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা উচিত বলেই দাবি তাঁর।
