খিদিরপুরের ময়ূরভঞ্জ রোডের ছেলে ইমাম এখন লন্ডনের নিউ হ্যামের বাসিন্দা। ভোট হল বিলেতে। মিষ্টি খেল খিদিরপুর। স্থানীয় কাউন্সিল নির্বাচনে তিনিই এবার ভোটে দাঁড়িয়েছিলেন লেবার পার্টির প্রার্থী হিসেবে। কনজারভেটিব পার্টির প্রার্থীকে হাজারের বেশি ভটে হারিয়ে নিউ হ্যামের ইস্ট হ্যাম ওয়ার্ডে জিতেছেন। সেই খবর কলকাতায় পৌঁছতেই তাঁর বাবা মিষ্টি বিলি করলেন পাড়ায়।
শুধু নিউ হ্যাম নয়। লন্ডন সংলগ্ন ছোট ছোট শহরগুলির কাউন্সিল ভোটে এবার লেবার পার্টি বিপুল জয় পেয়েছে। ধারেকাছে নেই কনজারভেটিভরা। নতুন করে উত্থান হয়েছে গ্রিন পার্টির। যাদের মূল হাতিয়ার পরিবেশ। জানা গিয়েছে ব্রিটেনের স্থানীয় প্রশাসনের নির্বাচনে গ্রিন পার্টি এবার শতাংশের বিচারে বেশ ভাল ভোট পেয়েছে।
ইমাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়ি বাড়ি প্রচারে তিনি জোর দিয়েছিলেন। কোনও বাড়ি তালাবন্ধ থাকলে সেখানে ফের গিয়েছেন। অনেকের মতে, নিজের রাজনৈতিক অভিজ্ঞতা আর কলকাতার ভোটপ্রচার—দুটোকে বিলেতের মাটিতে প্রয়োগ করেছিলেন ইমাম। তিনি জানিয়েছেন, এখনও কলকাতা এলে তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, ঘুরেবেড়ান। তবে কোভিডের জন্য অনেকদিন আসা হয়নি। শিগগির আসবেন, মন কেমন করছে বাবা-মায়ের জন্য।
শ্যামাপ্রসাদ কলেজে পড়ার সময়ে ছাত্র পরিষদ করতেন ইমাম। ২০০৫ সালে এমবিএ পড়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। তারপর সেখানেই চাকরি করা শুরু করেন। বছর সাতেক আগে ব্রিটেনের নাগরিকত্ব নেন এই বঙ্গসন্তান। যোগ দেন লেবার পার্টিতে। এবার স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে লড়েন ইমাম। গতবারেও এই ওয়ার্ডটি ছিল লেবার পার্টির দখলে। এবারও সেই আসন ধরে রাখলেন ইমাম।