এবার বাংলায় জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করার খরচ আরও বাড়িয়ে দিল কেন্দ্র৷ আগামীকাল থেকে জাতীয় সড়ক ৬-এ তে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ এদিন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, খড়গপুর থেকে চিচরা পর্যন্ত ৬এ জাতীয় সড়কের উপরে বালিভাষা টোল প্লাজায় টোল বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টোলপ্লাজা দিয়ে যাতায়াত করতে গেলে ছোট গাড়ির জন্য দিতে হবে ৮০ টাকার বদলে দিতে হবে ১২৫ টাকা৷ ছোট বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স ১৩৫ টাকা থেকে বাড়িয়ে একবারে ২০০ টাকা করা হয়েছে৷ অন্যদিকে, বাস যাওয়ার জন্য এই টোল ট্যাক্সে এবার থেকে ২৮০ টাকার বদলে ৪১৫ টাকা দিেত হবে৷ একই ভাবে অনেকটা বাড়ানো হয়েছে ট্রাক যাতায়াতের খরচও৷ উল্লেখ্য, বাংলায় মোট ২৬টি টোল প্লাজা রয়েছে৷ গত ১ এপ্রিল থেকে সব টোল প্লাজাতেই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল৷ ফের নতুন করে টোল ট্যাক্স বাড়ানো হল খড়গপুরের এই টোল প্লাজায়৷
