অমিত শাহকে দেশের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে স্বাগত জানিয়ে বিতর্কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসাম বিজেপি একে স্রেফ ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করলেও কটাক্ষের সুযোগ ছাড়েনি কংগ্রেস। তাদের দাবি, এ বার শাহকে দেশের প্রধানমন্ত্রী বলে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি।
অসমের খানাপাড়ায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ। তাঁর সামনেই তাঁকে ‘প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করে ফেলেন হিমন্ত বিশ্ব শর্মা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই’।
তাঁর ওই বক্তব্যের ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপটি রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বকে। সাফাই দিয়ে সঙ্গে সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানান, নেহাতই মুখ ফসকে এমনটা বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী।
এ নিয়েই এবার কংগ্রেসের কটাক্ষের শিকার হতে হচ্ছে গেরুয়া শিবিরকে। আসাম কংগ্রেসের তরফে একটি ফেসবুক পোস্টে লেখা হয়েছে, সর্বানন্দ সোনওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন আসামের এক সাংসদ হিমন্ত বিশ্বশর্মাকে ‘মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করেছিলেন। পরে দেখা গেল, তিনিই নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হলেন। এবার ঠিক সেভাবেই অমিত শাহকে প্রধানমন্ত্রী বললেন হিমন্ত। আর এতেই গোপন বার্তা স্পষ্ট হচ্ছে বলে দাবি কংগ্রেসের।