পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। তার উপর চড়চড় করে দাম বাড়ছে গম আটা বিস্কুটের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। আর তাতেই পকেটে ভয়ানক চাপ পড়েছে মধ্যবিত্তের। লাগাতার বৃদ্ধি পাচ্ছে গমের দাম। ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এতে আগে থেকেই চাপে আছে মধ্যবিত্ত এবার এই চাপ বাড়ল আরও কয়েকগুণ।
পেট্রোপণ্য, রান্নার গ্যাস, ভোজ্য তেলের ব্যাপক দাম বৃদ্ধির পরে আগামী মাস থেকে দাম বাড়তে চলেছে আটা, রুটি, বিস্কুটের অন্তত খবর এমনটাই। যেহেতু গমের দাম বাড়ছে তাই গম থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যগুলির দামও বাড়তে পারে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ওএমএসএস-এর মাধ্যমে গম বিক্রি করলে বাজারে চাহিদা ও যোগানের মধ্যে একটি ভারসাম্য থাকবে।
