এবার ‘গরিবের দলে’র মতো ভাবমূর্তি গড়ে তুলতে চায় কংগ্রেস। আর সেই লক্ষ্যেই দলের চিন্তন শিবিরে যাওয়ার জন্য রেলপথকে বেছে নিলেন রাহুল গান্ধী-সহ শীর্ষ কংগ্রেস নেতারা। সোমবার শোনা যাচ্ছিল দিল্লী থেকে ট্রেনে করে উদয়পুরের চিন্তন শিবির যাবেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর শুধু তিনিই নন, কর্মসমিতির সবাই যেতে পারেন ট্রেনে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় অবশ্য সেক্ষেত্রে বড় বাধা।
আগামী ১৩ থেকে ১৫ জুন রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের ‘চিন্তন শিবির’ আয়োজিত হতে চলেছে। গোটা দেশ থেকে মোট ৪২২ জন নেতা উদয়পুরের ওই শিবিরে অংশ নেবেন। কংগ্রেস সূত্রের খবর, দল আর এই নেতাদের রাজস্থানে যাওয়ার খরচ জোগাতে নারাজ। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নাকি নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, উদয়পুরের চিন্তন শিবিরে উপস্থিত হওয়ার জন্য সবাইকে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। সেখানেই নাকি রাহুল জানিয়েছেন, দিল্লী থেকে তিনি বিমানের বদলে ট্রেনে উদয়পুর যাবেন।
সূত্রের খবর, রাহুলের সঙ্গে জনা পঞ্চাশেক নেতা ট্রেনেই দিল্লী যাবেন। এদের মধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির হেভিওয়েট সদস্যরাও রয়েছেন। ট্রেনে রাহুলের সফরসঙ্গী যারা হবেন, তাঁদের মধ্যে রয়েছেন জয়রাম রমেশ, পবন বনসলরাও। কংগ্রেসের তরফে নাকি ইতিমধ্যেই একটি ট্রেনের দু’টি কামরাও রিজার্ভ করা হয়েছে। কংগ্রেসের দাবি, রাহুল-সহ ওয়ার্কিং কমিটির সদস্যরা বিমান ছেড়ে ট্রেনে যাত্রা করলে কংগ্রেসকে সাধারণ মানুষের দল হিসাবে তুলে ধরা যাবে।