ফের বড়োসড়ো বিনিয়োগ করে হোটেল উদ্বোধনের কথা ঘোষণা করলো টাটা গোষ্ঠী। নিউটাউনে টাটা গোষ্ঠী তৈরি করছে কলকাতার সবথেকে বিলাসবহুল ফাইভ স্টার হোটেল তাজ সিটি সেন্টার নিউ টাউন।
মমতা বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে ভিন রাজ্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় বিনিয়োগ আকর্ষণের জন্য বিশ্বের দরবারে বাংলায় বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরেছেন এবং বিশ্ববাণিজ্য সম্মেলনের মাধ্যমে শিল্পপতিদের সঙ্গে সরাসরি সরকারের যোগাযোগ স্থাপন করেছেন, তার ফলে খুব স্বাভাবিকভাবেই ভিন রাজ্যের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন।
এবারেও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের দিন বাংলায় যাতে শিল্পপতিরা বিনিয়োগ না করেন তার জন্য বিজেপি এবং সিপিএম রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে গিয়েছে রাজ্যের খারাপ দিক গুলি তুলে ধরে।
হুগলীর সিঙ্গুরে যেভাবে কৃষকদের কাছ থেকে জোর করে কৃষি জমি কেড়ে নিয়ে টাটা গোষ্ঠীর হাতে সিপিএম সরকার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার বিরোধিতা করে কৃষকদের হাতে সেই জমি ফিরিয়ে দেওয়ার পর থেকে বিজেপি এবং সিপিএম প্রচার করে গিয়েছে টাটা গোষ্ঠী নাকি মমতার বাংলায় বিনিয়োগ করতে আসবে না।
বিরোধীদের এই সমস্ত প্রচার মিথ্যে প্রমাণ করে টাটা গোষ্ঠীর এবারে নিউটাউনে তৈরি করল অত্যাধুনিক বিলাসবহুল ফাইভ স্টার হোটেল। ১৩৭ রুম, ১০ বিলাসবহুল স্যুইট এবং আন্তর্জাতিক মানের কনফারেন্সের জন্য ৬ ব্যাঙ্কোয়েট হল ও দুটি রেস্তোরাঁ নিয়ে যাত্রা শুরু করল তাজ সিটি সেন্টার নিউ টাউন। মুম্বইয়ের মতো এই তাজেও থাকছে বিখ্যাত শামিয়ানা। আর শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শন রয়েছে প্রতিটি ঘরে। শুধু তাই নয়, প্রতিটি ঘরের কার্পেটে রয়েছে গুগল ম্যাপের মতো করে বানানো সুন্দর আঁকিবুঁকি।