রাজনীতি থেকে ছুটি চাইছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি! রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, পঁচিশে বৈশাখে গান শেয়ার করে নতুন করে বিভ্রান্তি ছড়ালেন। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গিয়ে জিতেন্দ্র টুইটে ‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু’ গানটি পোস্ট করেছেন। আর সেই গানটির সঙ্গে করা পোস্টে রবি ঠাকুরের ছবির সঙ্গে লেখা রয়েছে ‘মাগো আমায় ছুটি দিতে বল’। যা নিয়ে নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে শিল্প শহরে।
তবে কী রাজনীতিতেই ক্লান্ত হয়ে পড়েছেন জিতেন্দ্র তিওয়ারি? কার্যত ছুটি চাইছেন রাজনীতি থেকে? যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতেন্দ্র। নিছকই সাধারণ পোস্ট বলে পাশ কাটিয়েছেন।
জিতেন্দ্রর এই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরাও। কেউ কেউ তাঁকে বিশ্বাসঘাতকও বলছেন। তবে জিতেন্দ্রর টুইটে সমর্থন জানিয়েছেন তৃণমূল নেতা ভি শিবদাশন। যা শিল্পাঞ্চলের বিতর্ককে আরও উসকে দিয়েছে।
শিবদাশন দাশু বলেন, ‘আজকে জিতেন বলেছে, ভালো লাগছে। ওর দেরিতে হলেও এই বোধ হয়েছে। একসময় বিনাশকালে বিপরীত বুদ্ধিতে ও চলে গিয়েছিল। আজ বুঝে গিয়েছে। আজকে যে কথা বলছে, সেই কথা আমরা ১০০ বার সমর্থন করছি। বাংলার মানুষের মন জিততে হবে। আমরা কাজ করে বাংলার মানুষের মন জিতেছি’।দাশুর এই প্রত্যক্ষ সমর্থনে প্রশ্ন উঠছে, তবে কি জিতেন্দ্র তেওয়ারির তৃণমূলে ফেরা নিশ্চিত?