পাঞ্জাবের মোহালিতে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা হল। ঘটনায় কারও প্রাণহানি হয়নি। রাজ্যে আম আদমি পার্টি ক্ষমতায় আসার পরই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে এতবড় হামলার ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে খবর, ২ সন্দেহভাজন ব্যক্তি গাড়ি করে এসে সদর দফতরের ৮০ মিটার দূর থেকে আরপিজি নিক্ষেপ করেছিল। এই ঘটনার পর কড়া নিরাপত্তার চাদরে মোড়া গোয়েন্দা সদর দফতরের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সৌভাগ্যক্রমে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পঞ্জাবের ডিজিপি ভি কে ভাওরা এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের গোয়েন্দা বিভাগের সদর দফতরের তৃতীয় তলে সন্ধে ৭ টা ৪৫ নাগাদ ছোট একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ঘটনার তদন্ত করে দেখছি এর পিছনে কারা দায়ী’।
গ্রেনেড হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার নেপথ্যে কারা? তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই হরিয়ানার করনল থেকে আইইডি বিস্ফোরক-সহ মোট ৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। এমনকী চণ্ডীগঢ়ের বুরেল জেল থেকে কয়েকদিন আগেই বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছিল। এই দুই ঘটনার সঙ্গে গ্রেনেড হামলার কোনও যোগযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আম আদমি পার্টি ক্ষমতায় আসার পরেই পাঞ্জাবে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে খালিস্তানিরা। এই ঘটনায় তাদেরও হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।