মেরে ঝোলানো নয়। গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার। মঙ্গলবার সিল করা খামে কলকাতা হাই কোর্টে এই রিপোর্টই জমা দিয়েছে কম্যান্ড হাসপাতাল। মৃত্যুর কারণ হিসাবে রিপোর্টে উল্লেখ করা হয়, ‘হ্যাঙ্গিং’।
কম্যান্ড হাসপাতাল সূত্রে খবর, শনিবার মৃত নেতার ময়নাতদন্ত হয়েছে। তিন সদস্যের টিম এই ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে আর জি কর এবং কল্যাণী হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়।
এরপর আজ মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কম্যান্ড হাসপাতাল থেকে তিনজন অফিসার আদালতে যান। ময়নাতদন্তের রিপোর্ট–সহ অন্যান্য নমুনা, নথি এবং তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতেই ময়নাতদন্তের প্রক্রিয়াটি ঠিক করে দেয় আদালত। তারই রিপোর্ট আজ জমা পড়ল।
রাজ্যকে আপাতত অর্জুনের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড় অর্জুনের পরিবার বলে দাবি করেছেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর রাজনৈতিক চাপানউতোর থামল বলে মনে করা হচ্ছে।