বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি-পুলিশ লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। এবার ফের মিলেছে তার প্রমাণ। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত আপ্তসহায়ক ছিলেন সুশান্ত মল্লিক। তাঁর বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় এফআইআর করেছে সিবিআই। এ নিয়ে তোপ দেগে বাবুল বলেছেন, তাঁর নাম জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে বাবুল এ-ও বলেছেন, বাংলার এক নেতা দিল্লীতে গিয়ে হাতেপায়ে ধরছেন যাতে বাবুলের নাম এই মামলায় জুড়ে দেওয়া হয়।
সুশান্তর বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর দায়ের করা নিয়ে বাবুল বলেন, ‘এটা ২০১৬ সালের মামলা। সিবিআই এফআইআর করেছিল ২০২১ সালে। চার্জশিট দিচ্ছে ২০২২-এ। একটা ৫০ লক্ষ টাকার মামলা নিয়ে সিবিআই যদি এত সময় লাগায় তাহলে কোটি কোটি টাকার মামলায় কী করবে? সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা অনেক দিন আগেই চলে গিয়েছে। সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই।’ এরপরেই বাবুল বলেন, ‘এটা আমার কোনও বিষয় নয়। কিন্তু আমার নামটা জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার এক বিজেপি নেতা দিল্লীতে গিয়ে হাতেপায়ে ধরছেন যাতে আমার নামটা জুড়ে দেওয়া যায়!’ সেই নেতার নাম যদিও বাবুল মুখে আনেননি। তবে সাম্প্রতিক সমীকরণ দেখে অনেকে মনে করছেন, বাবুল আসলে শুভেন্দুকে ইঙ্গিত করতে চেয়েছেন।