এবার রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে পিছু হটল মোদী সরকার। জানিয়ে দিল, এই আইন পুনর্বিবেচনা করে দেখা হবে। সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া পিটিশনে কেন্দ্র জানিয়েছে, “বর্তমানে দেশে চলছে আজাদির অমৃত মহোৎসব। তাই, সরকার রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।” কয়েক বছর ধরে রাষ্ট্রদ্রোহ আইন বলবৎ রয়েছে। আর তা নিয়ে চর্চা চলছে। মোদী সরকারের আমলে সেই চর্চা আরও বেড়ে যায়। তার কারণ, এই সরকার সর্বদাই কণ্ঠরোধ করতে সক্রিয়। ফলে রাষ্ট্রদ্রোহ আইনের দৌলতে যাকে-তাকে ধরে ফাটকে ঢুকিয়ে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলেই মত সংখ্যাগরিষ্ঠের।
উল্লেখ্য, গত জুলাইয়ে সর্বোচ্চ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়, স্বাধীনতার এত বছর বাদেও কেন রাষ্ট্রদ্রোহ আইন টিকিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, এই আইনের অপব্যবহারের প্রবল সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার মামলার শেষ শুনানির দিন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ (বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন সূর্য কান্ত এবং হিমা কোহলি) তারা এই ব্যাপারে মঙ্গলবার উভয়পক্ষের বক্তব্য শুনবেন। তার আগেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এই আইন তারা পুনর্বিবেচনা করে দেখবেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, মঙ্গলবার এই সুপ্রিম কোর্ট এমন কোনও রায় দিতে পারে যা সরকারের ভাবমূর্তিতে কালি লেপে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই মান সম্মান বাঁচাতে আগে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল সরকার।
